আজ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৫ ইং

বন্ধুর সাথে ঘুরতে বেরিয়ে ধর্ষণের শিকার কিশোরী

স্টাফ রিপোর্টার ( মানিকগঞ্জ) : মানিকগঞ্জে বন্ধুর সাথে ঘুরতে বেরিয়ে ধর্ষণের শিকার হয়েছে ১৩ বছর বয়সী এক কিশোরী। এসময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ধর্ষককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।
রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)হাবিল হোসেন।
এর আগে গত শনিবার (৪ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে সদর উপজেলার জরিনা কলেজ মোড়ের পাশের একটি কৃষি জমিতে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, ঐকিশোরী শনিবার বিকেলে রনি (১৮) নামে তার এক বন্ধুর সাথে বেউথা ব্রীজ এলাকায় ঘুরতে আসে। সেখান থেকে ফেরার পথে, রাত সাড়ে ৯ টার দিকে সুজাঘাট ব্রীজ এলাকায় মো. সাইদুর এর ছেলে সাব্বির (২০) তাদের পথ আগলে ভয়ভীতি দেখায় এবং ওই কিশোরীকে জরিনা কলেজ মোড়ের পাশের একটি কৃষি জমিতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে ধর্ষনকারী আসামী কিশোরীকে তার বন্ধুর কাছে ফিরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলেগিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী কিশোরীর নানি বাদি হয়ে একটি মামলা করেছে। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ