পার্থ রায়,মধুখালী উপজেলা প্রতিনিধি : অদ্য রবিবার ০৫/০৫/২৪ খ্রিষ্টাব্দ সকাল অনুমান ০৬:১৫ ঘটিকার সময় মধুখালী উপজেলাধীন ঢাকা- খুলনা সড়কের বনমালিদিয়া গ্রামের জনৈক জাহিদ শিকদারের(৫৫) বাড়ির সামনে ঢাকার দিক থেকে মাগুরা গামী ট্রান্সপোর্টের মালামাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে রেন্ডি গাছে গিয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের ড্রাইভার জোবায়েদ (২৮) পিতা অজ্ঞাত নিহত হয়।অপর আহত ট্রাকের হেলপার ফরিদ হোসেন (১৭) পিতা-মৃত জিয়ারুল হোসেন, উভয় সাং সাদাইলপুর, থানা কোটচাঁদপুর, জেলা ঝিনাইদহ কে স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। দুর্ঘটনার সংবাদ পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ এবং মধুখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে এবং দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে রাস্তা থেকে সরিয়ে নেয়। উক্ত দুর্ঘটনার ফলে রাস্তায় যান চলাচল সকাল ০৬:২০ থেকে ০৮:০০ ঘটিকা পর্যন্ত বন্ধ ছিল। দুর্ঘটনা কবলিত ট্রাক এবং নিহতের লাশ বর্তমানে করিমপুর হাইওয়ে থানা হেফাজতে আছে।বর্তমানে রাস্তায় যান চলাচল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho