স্টাফ রিপোর্টার ( মানিকগঞ্জ) : সামাজিক সুরক্ষা কর্মসূচিরর স্বচ্ছতা এবং জবাবদিহিতা উন্নীতকরণ ( এসপিপিএস) প্রকল্প উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নাগরিক ফোরাম সদস্যদের ওরিয়েন্টশন অনুষ্টিত হয়েছে।
বৃহস্পতিবার ( ৯ মে ) বেলা এগারোটার দিকে সদর উপজেলার পুটাইল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওরিয়েন্টশনটি অনুষ্টিত হয়।
দি এশিয়া ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় ওয়েভ ফাউন্ডেশন এ ওরিয়েন্টশনের আয়োজন করে।
ভিজি এফ কার্ড ,বয়স্ক ভাতা, স্বর্বজনীন পেনশন স্কিম ইত্যাদি বিষয় নিয়ে সচেতনাতামূলক আলোচনা করেন এসপিপিএস প্রকল্পের প্রোগরাম অফিসার মাহবুব হোসাইন আবির ও মীর মুস্তাক আহাম্মেদ।
উক্ত ওরিয়েন্টশনে উপস্তিত ছিলেন,
পুটাইল ইউপি সচিব মো: জয়নাল আবদিন মিন্টু, প্যানেল চেয়ারম্যান মো: লুতফর রহমান, জামাল উদ্দীন মাস্টার,পুটাইল ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক মো: চুন্নু মিয়া, আওয়ামীলীগ পুটাইল শাখার সহ- সভাপতি মো: হোসেন আলী,
নারী ইউপি সদস্য সালমা বেগম, নুরজাহান বেগম , মোঃ জসিম উদ্দীন,রোবিয়া পারভিন,আব্দুর রহমান মেম্বার। এসময় লোকমোর্চা পুটাইল ইউনিয়ন শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।