আজ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ ইং

মানিকগঞ্জে গলায় লিচুর বিচি আটকে আঃ লীগ নেতার মৃত্যু

আবুল বাসার আব্বাসী, স্টাফ রিপোর্টার ( মানিকগঞ্জ) : মানিকগঞ্জের ঘিওরে গলায় লিচুর বিচি আটকিয়ে শ্বাসরোধে আব্দুল মজিদ মিয়া (৬৫) নামের এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের কলিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ মিয়া উপজেলার ইউনিয়নের কলিয়া এলাকায় মৃত আব্দুল কাশেম মিয়ার ছেলে। তিনি বড়টিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছন বড়টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম রওশন।
তিনি জানান, আব্দুল মজিদ মিয়া মঙ্গলবার দুপুরে বাড়িতে লিচু খাচ্ছিলেন। এসময় হঠাৎ করে একটি লিচুর বিচি তার গলায় আটকে যায়। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত শিবালয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গলায় লিচুর বিচি আটকে যেয়ে শ্বাসরোধের কারনে তার মৃত্যু হয়েছে বলেও তিনি জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ