পার্থ রায়, মধুখালী, উপজেলা প্রতিনিধি : অদ্য ১৬ মে ২০২৪ খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আতিয়ার রহমান মিয়া (৬০)
ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন) সকাল সাড়ে নয়টার দিকে ভারতের চেন্নাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু এর সত্যতা নিশ্চিত করে জানান, তিনি দীর্ঘদিন পায়ের হাঁটুতে সমস্যা সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। এরপর ভারতের চেন্নাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।তিনি মধুখালী পৌরসদরের পশ্চিম গাড়াখোলা এলাকার হাজী মজিদ আসামির ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান এমপি গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho