-
- নির্বাচন সংবাদ, সারাদেশ
- শিবালয় উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা
- প্রকাশের সময়ঃ মে, ২১, ২০২৪, ১১:৩১ অপরাহ্ণ
- 95 বার পড়া হয়েছে
মো: রাজীব আহসান মান্নু, নিজস্ব প্রতিবেদক: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মানিকগঞ্জের শিবালয় উৎসব মুখোর পরিবেশের মধ্যদিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল আটটা থেকে ভোট গ্রহন শুরু হয়ে একটানা বিকাল ৪ টা পর্যন্ত এ ভোট গ্রহন চলে।
বেসরকারিভাবে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম খান। তিনি দোয়াত কলম প্রতীক নিয়ে মোট ভোট পেয়েছেন-৩২ হাজার ৫শত ৮৬ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউর রহমান খান জানু (আনারস প্রতীক)। তিনা পেয়েছেন ১৮ হাজার ১৭ শত ৭৫ । ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছে আলী আহসান মিঠু (উড়োজাহাজ প্রতীক) । তিনি পেয়েছেন, ৩৫ হাজার ৫ শত ৮৬ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিরাজ হোসেন লালন (টিউবওয়েল প্রতীক) ভোট পেয়েছেন ২০ হাজার ৬শত ৬০ ভোট । মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন রুনা আক্তার । তার মার্কা ছিলো ফুটবল । তিনি পেয়েছেন ২১ হাজার ৮ শত ১৭ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মাইশা তামান্না । তিনি কলস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন,১৯ হাজার ১ শত ২০ ভোট ।
জানাযায়, শিবালয় উপজেলার ৭ টি ইউনিয়ন ৬৩ টি কেন্দ্রে সকাল ৮ থেকে ভোট গ্রহন শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে ভোট গ্রহন। ভোট গ্রহন ও গনণা শেষে বিভিন্ন কেন্দ্রের ফলাফল উপজেলা পরিষদের হলরুমে জমা দেয়া হয় । পরে সমস্ত কেন্দ্রের ফলাফল গননা করে রাত ৯ টায় উপজেলা সহকারি রির্টানিং অফিসার মো.শরিফুল ইসলাম ফলাফল ঘোষনা করেন।
নির্বাচনে পুলিশ,বিজিবি,র্যাব,আনসার গ্রাম পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিলো।
এই বিভাগের আরও সংবাদ