ধামরাই ( ঢাকা) প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে সারোয়ার হোসেন নামে এক সাংবাদিকের ১৫০ সিসি কালো রঙের মোটরসাইকেল চুরি হয়েছে। যার রেজিষ্ট্রেশন নং- ঢাকা মেট্রো ল–৬০-৩৭৯৭, চেসিস নং-PSUA11CY0MTG30336, ইঞ্জিন নং-DHXCMF18070।
বুধবার (২২ মে) ভোর রাতে তার নিজ বাসার গ্যারেজ থেকে এই চুরি হয়েছে।
জানা যায়, এশিয়ান টিভির সাংবাদিক ধামরাই প্রেসক্লাবের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বকুলের ভাগিনা আজকের বসুন্ধরা পত্রিকার ধামরাই প্রতিনিধি সারোয়ার হোসেনের মোটর সাইকেল চুরি হয়েছে। মামা মোস্তাফিজুর রহমানের বাড়ির গ্যারেজে সব সময় সারোয়ার হোসেনের মোটরসাইকেল রাখেন।
এ বিষয়ে সারোয়ার হোসেন বলেন, প্রতিদিনের ন্যায় গতকালও মোটর সাইকেল গ্যারেজে রাখা হয়েছে। কলাপসেবল ( কেচি গেট) এর তিনটি তালা ও মোটর সাইকেলের তালা ভেঙে গাড়িটি নিয়ে যায়। এঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে ধামরাই থানার উপ- পরিদর্শক ( এস আই) রাজু মন্ডল বলেন, এবিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়ার পর থেকেই মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।