আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

মানিকগঞ্জে পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্টিত

আবুল বাসার আব্বাসী, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ)  : মানিকগঞ্জে সোনালী আঁশ খ্যাত উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদন, পাট চাষ ও পাট পচনের আধুনিক পদ্ধতির ক্রমোন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) সকাল নয়টার দিকে ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্টিত হয়।
বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও বাংলাদেশ জুট এসোসিয়েশন (বিজেএ) এর যৌথ আয়োজনে অনুষ্টিত কর্মশালায়
বিজেএ’র কার্যনির্বাহী কমিটির সদস্য মো: ইকবাল হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাট অধিদপ্তরের পাটপণ্য পরীক্ষাগার শাখার সহকারি পরিচালক ডা: মো: সোহেল রানা, বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ শাহীন পলান ও বিজেএ’র নির্বাহী কর্মকর্তা মো: নজরুল ইসলাম।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আলম, জেলা পাট অধিদপ্তরের পরিদর্শক সামন্তী পাল প্রমুখ।
কর্মশালায় বক্তারা আধুনিক পাট বীজ উৎপাদন পদ্ধতি, প্রচলিত পাট বীজ উৎপাদন পদ্ধতি, সার ব্যবস্থাপনা, বালাই ব্যবস্থাপনা, বীজ ফসলের কৃষিতাত্ত্বিক পরিচর্যা, বীজ সংগ্রহের সময়, পাট পচনের আধুনিক পদ্ধতি ও বিভিন্ন পাটজাত পণ্য নিয়ে আলোচনা করেন।
দিনব্যাপী এ কর্মশালায় উপজেলার ৫০ জন কৃষক-কৃষাণি অংশগ্রহণ করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ