-
- দুর্ঘটনা, সারাদেশ
- মানিকগঞ্জে স্কুল বাসের সাথে মোটরসাইকেলের সংঘর্ষ, প্রান গেল যুবকের
- প্রকাশের সময়ঃ মে, ২৩, ২০২৪, ৮:০০ অপরাহ্ণ
- 195 বার পড়া হয়েছে
আবুল বাসার আব্বাসী,স্টাফ রিপোর্টার ( মানিকগঞ্জ): মানিকগঞ্জে স্কুল বাসের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্রাবন মিয়া নামে ২২ বছরের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ মে ) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা-বরুন্ডী আঞ্চলিক সড়কের আমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রাবন সিংগাইর উপজেলার বলধারা ইউপির বড় কালিয়াকৈর গ্রামের ওহাব আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে মাানিকগঞ্জ শহর থেকে জেনিথ স্কুল এন্ড কলেজের একটি বাস শিক্ষার্থীদের পৌছে দিতে বরুন্ডীর দিকে যাচ্ছিন। বাসটি আমতলী এলাকায় পৌছালে বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক শ্রাবন মিয়া নিহত হন।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হাবিল হোসেন জানান,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি ।
এই বিভাগের আরও সংবাদ