আবুল বাসার আব্বাসী,স্টাফ রিপোর্টার : ৬ষ্ঠ উপজেলা নির্বাচনের ৩ৃতীয় ধাপে আজ বুধবার মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাচনে সকাল আটটা থেকে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন চলছে। তবে ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতি তেমনটি দেখা যায় নাই। ভোট কেন্দ্রের বাহিরে প্রার্থীর কর্মীদের পদচারনায় উৎসব মোখর পরিবেশ বিরাজ করলেও ভোট কেন্দ্র ভোটারদের উপস্থিতি অনেকটাই কম।
সকাল দশটায় সদর উপজেলার ৭০ নং পালড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, লেমুবাড়ী বিঃ সুঃ উচ্চ বিদ্যায়, লেমুবাড়ী সঃ প্রাঃ বিদ্যালায়সহ বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন কালে এমন চিত্রই দেখা যায়।
লেমুবাড়ী বিঃ সুঃ উচ্চ বিদ্যায় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার বলেন, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৩৯০টি। সকাল সারে ৯টা পর্যন্ত দেরঘন্টায় ৭টি বোথে মোট ভোট পড়েছে ৩৫ টি। লেমুবাড়ী সঃ প্রাঃ বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কে এম আব্দুর রহিম জানার, তাহার কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২২২৭। পৌনে দুই ঘন্টায় ভোট কাস্ট হয়েছে ২৭টি। ৭০ নং পালড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত অফিসার মফিজুর রহমান বরেন,তার কেন্দ্রে ভোটার রয়েছে ২৮৫৪ জন। দুই ঘন্টায় ভোট পড়েছে মাত্র ৬.৭ পার্সেন্ট। তিনি আরো জানান, সকাল ৮টায় যথাসময়েই ভোট গ্রহন শুরু করেছেন।এখন পর্যন্ত কোন অপ্রিতিকর ঘটনা ঘটেনি। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বারবে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho