মোঃ মনির হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে ১২ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার চন্দ্রা এলাকার উইনার তেলের পাম্প পাশ থেকে তাকে আটক করা হয়। আটককৃত নারী নাম মোমেনা বেগম (৪৮)।
তিনি শামার পাড়া গ্রামের,সরিষাবাড়ী থানার জামালপুর জেলার মোঃ মনসের আলীর মেয়ে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোমেনা বেগম দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় মাদকের কারবার করতেন। এর ধারাবাহিকতায় তিনি বুধবার গাজীপুর স্টেশন থেকে আজমেরী বাসে করে টাঙ্গাইলের এলেঙ্গা যাচ্ছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় গাজীপুর জেলা পুলিশের টিআই মজিবুর রহমান, টি এস আই রফিক,এ টি এস আই আতাউর, কনস্টেবল বাদশা এবং আজীজের নেতৃত্বে অভিযান চালায়। অভিযানে পুলিশ বাসে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান পিপিএম জানান, আটককৃত মোমেনাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho