লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় বিষপানে মা ও চার মাস বয়সী মেয়ের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। শনিবার (১ জুন) সকালে ৯ টার দিকে উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের সোনারদীঘি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রোজিনা বেগম (৪০) ওই গ্রামের আকবর আলীর স্ত্রী ও তার চার মাস বয়সী কন্যাশিশু জান্নাতুল ফেরদৌস।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চার মাস আগে সন্তান জন্মদানের পর থেকে মানসিক সমস্যায় ভুগছেন আকবর আলীর স্ত্রী রোজিনা বেগম। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে জানা যায়। ঘটনার দিন সকাল সাড়ে নয়টায় চার মাস বয়সী মেয়ে জান্নাতুলের মুখে বিষ ঢেলে দিয়ে তিনি নিজেও বিষপান করেন। এতে মা ও মেয়ে দুজনেই মারা যান।
হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য লালমনিরহাট হাসপাতালে পাঠানো হবে।