আজ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জানুয়ারি, ২০২৫ ইং

ভাতিজির বিয়ে নিয়ে সংঘর্ষ আহত ৬

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় মেয়ের বিয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের ছোড়ার আঘাতে ছয়জন গুরুতর আহত হন।
এ ঘটনায় ওই মেয়ের চাচী রেজিনা বেগম বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
গতকাল রাতে ওই উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর গ্রামের ৪ নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সুত্রে জানা যায় ওই উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর গ্রামের সোনা মিয়ার মেয়ে সুমি বেগমের বিয়ে হয় স্থানীয় এক ছেলের সাথে ।
বিয়ের দশ থেকে বারো দিনের মাথায় দুবাই প্রবাসী পুর্বের প্রেমিক আব্দুল আলিমের সাথে পালিয়ে যায় সুমী। এঘটনায় দুবাই প্রবাসীর আত্মীয় নুরু মিয়েকে দায়ী করে সুমির বাবা সোনা মিয়া।
এঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে ৬ জন আহত হয়।
পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তবে প্রতিপক্ষের তবুল ও বাবুল এ হামলার কথা অস্বীকার করেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ