আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং

মালয়েশিয়ায় কর্মী নেওয়ার সময় আর বাড়ছে না

মালয়েশিয়া সরকার বেঁধে দেওয়া সময়ের বিষয়ে কঠোর। তাই দেশটিতে কর্মী নেওয়ার সময় আর বাড়ছে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম।

আজ বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

হাইকমিশনার হাজনাহ মোহাম্মদ হাশিম বলেন, ‘আমরা ইতোমধ্যে নির্দিষ্ট তারিখ ঘোষণা করেছি। নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে বিষয়টি বেঁধে দিয়েছিলাম, যা ৩১ মে ছিল। কারণ, আমরা ১৫টি উৎস দেশের জন্য এই সময়সীমার প্রয়োগের বিষয়ে অভিন্নতা নিশ্চিত করতে চাই। এটি শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়, ১৫টি উৎস দেশের জন্য প্রয়োজ্য।’

তিনি আরও বলেন, ‘আমাদের নতুন করে পুনর্বিবেচনা করতে গেলে ১৫টি উৎস দেশের জন্য এটা করতে হবে। এটার পাশাপাশি ক্রুটিগুলোও সমাধান করতে হবে। প্রতিমন্ত্রী বিষয়টি বিবেচনা করার অনুরোধ করেছেন। আমি এ বার্তা কুয়ালালাপপুরে পৌঁছে দেব।’

মালেশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়ের পরও গত ২ জুন কর্মীদের নামে ভিসা ইস্যু করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে হাইকমিশনার বলেন, ‘এ তথ্য সঠিক নয়। মালয়েশিয়া সরকার সময়সীমার ব্যাপারে কঠোর।’

মালেয়শিয়ায় যাওয়া কর্মীরা কাজ না পাওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে হাইকমিশনার বলেন, ‘বিষয়টি মালয়েশিয়া সরকার দেখবে। এর চেয়ে বেশি কিছু আমি বলতে চাই না।’

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ