সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার চেষ্টার দায়ে আরিফ আলী (২২) নামের এক যুবককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। আরিফ তার সৌদি প্রবাসী বড় ভাইয়ের পক্ষে ভোট দেওয়ার চেষ্টা করেন বলে জানা যায়।
আজ বুধবার দুপুরে সদর উপজেলার লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্জন কুমার মিত্র এ দণ্ড দেন।
দণ্ড পাওয়া আরিফ আলী লালপুর গ্রামের লোকমান মিয়ার ছেলে। দণ্ড দেওয়ার পর আরিফকে কারাগারে পাঠানো হয়।
লালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রর প্রিসাইডিং কর্মকর্তা আকবর হোসেন জানান, আরফি আলীর বড় ভাই শরীফ আলী সৌদি আরবে থাকেন। প্রবাসী বড় ভাইয়ের পক্ষে ভোট দিতে এসেছিলেন তিনি। তার কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাকে আটক করা হয়। পরে জাল ভোট দেওয়ার চেষ্টার দায়ে তাকে ৬ মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho