স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সাদুল্লাপুরে ২৯৯ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সেইসাথে তাদের ব্যবহৃত সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। র্যাবের ভাষ্য, তারা মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
আজ (শনিবার, ৮ জুন) সকাল ৬টার দিকে উপজেলার কাদেরের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৩ এর উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলোকিত কন্ঠ নিউজকে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাট সদর উপজেলার আফতাব নগর এলাকার অবর উদ্দিনের ছেলে গোলাম রব্বানী (২১) এবং একই এলাকার সহিদার রহমানের ছেলে মো. খোরশেদ (২৯)।
বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ওই দুই যুবক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।