নিজস্ব প্রতিনিধি, মোঃ চঞ্চল মাহমুদ খান : মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান তেওতা একাডেমীর ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১২ই জুন বুধবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন অত্র এলাকার কৃতি সন্তান মোঃ হাবিব আবুল মুশতাক (নান্না)। কমিটির অভিভাবক সদস্যরা হচ্ছেন- মোঃ মোকলেসুর রহমান, মোঃ মাজেদ মিয়া, মোঃ মানিক মিয়া, মোঃ কেরামত মৃধা ও মহিলা অভিভাবক সদস্য শিউলি বেগম। বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি হিসেবে ছিলেন, সদস্য সচিব মোঃ মোজাম্মেল হক (প্রধান শিক্ষক), আনিছা বেগম (সিনিয়র শিক্ষক), মোহাম্মদ আকবর আলী (সহকারী শিক্ষক), অণিক রায় (সহকারী শিক্ষক)
তেওতা জমিদারদের দানকৃত ও তেওতা এস্টেটের অর্থায়নে ১৮৯১ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী এ প্রাচীন বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভায় উপস্থিত হয়ে বক্তব্য দিয়েছেন এস এম শামসুল হক উপদেষ্টা ও সাবেক সভাপতি তেওতা একাডেমী, মোঃ মোজাম্মেল হক প্রধান শিক্ষক ও প্রমুখ। এলাকার স্থানীয় ব্যক্তিদের মাঝে ছিলেন মোঃ মান্নান মৃধা, রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। নবগঠিত সভাপতি মোঃ হাবিব আবুল মুশতাক (নান্না) বলেন, শহরের স্কুলের মত একটি মডেল স্কুল হিসেবে তেওতা একাডেমীকে গড়তে চায় তিনি। সভাপতির সাথে কমিটির সদস্যরা এ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন সহ দৃশ্যমান উন্নয়নের জন্য সকলের সহযোগিতা প্রত্যাশ্যা করেছেন আলোচনা সভায়।