আজ ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং

রাসেলস ভাইপার সাপের দংশনে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ :  মানিকগঞ্জের হরিরামপুরে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপের দংশনে হোসেন ব্যাপারী নামের ৫০ বছরের আরো এক কৃষকের মৃত্যু হয়েছে।এনিয়ে হরিরামপুরের তিনটি চরাঞ্চলে রাসেলস ভাইপার সাপের দংশনে
৫-৬ জনের মৃত্যু হলো।
শুক্রবার বিকেলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হোসেন আলী ব্যাপারী গত বৃহস্পতিবার বিকেলে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গেলে রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপে তাঁকে কামড় দেয়।
নিহত হোসেন ব্যাপারী মানিগঞ্জের হরিরামপুর উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের নটাখোলা (মানছুরাবাদ) চরাঞ্চলের পরশ আলী ব্যাপারীর ছেলে।
লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে হোসেন আলী ব্যাপারী তার গৃহপালিত গবাদী পশুর জন্য চরে ঘাস কাটতে জান। ঘাস কাটার সময় চন্দ্রবোড়া সাপে তাঁকে কামড় দেয়। পরে তাঁকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে তাঁর মৃত্যু হয়। পরে সাপটিকে স্থানীয়রা পিটিয়ে মেরে ফেলেছেন বলে জানান তিনি।
শুক্রবার বিকেলে আরো একজন কৃষককে চন্দ্রবোড়া সাপে কামড়িয়েছে বলেও জানান মোয়াজ্জেম হোসেন। তিনি আরো জানান, হরিরামপুরের তিনটি চরে ৫-৬ জন এবং পাশের ফরিদপুরের চরাঞ্চলের ইউনিয়নেও ৮-১০ জন মারা গেছে। রাসেলস ভাইপার সাপের কারনে আমরা চরাঞ্চলের মানুষ খুবই আতঙ্কের মধ্যে আছি।
হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান বলেন, ‘এর আগে হরিরামপুরের চরাঞ্চলে চন্দ্রবোড়া সাপের কামড়ে কয়েক জনের মৃত্যু হয়েছে। আরো এক জনের মৃত্যু হলো বলে শুনেছি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ