আজ ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৪ ইং

মানিকগঞ্জে হেরোইনসহ তিনজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, (মানিকগঞ্জ) : মানিকগঞ্জে দশ গ্রাম হেরোইন ও একশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে গ্রেফতার করেছে জেলা গোয়ন্দা শাখা ( ডিবি) পুলিশ।
শনিবার (২৯ জুন) সকাল নয়টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মোঃ আবুল কালাম।
গ্রেফতারকৃতরা হলেন,হরিরামপুর উপজেলার
ইজদিয়া গ্রামের মোঃ আওলাদ মোল্লার ছেলে মোঃ রুবেল মোল্লা (৩৬), মানিকগঞ্জ সদর থানার বরুন্ডী গ্রামের আওলাদ হোসেন খান এর ছেলে মোঃ হাছান মিয়া (২২) এবং গোপালগঞ্জের কোটালীপাড়া থানার ঘাঘরকান্দা এলাকার আব্দুল হক গাজীর ছেলে মোঃ আলী হাসান (৩১)।


লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সোয়া নয়টার দিকে পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান এর দিক নির্দেশনায় শুক্রবার দিবাগতরাত এগারোটার দিকে এসআই (নিরস্র ) মোঃ আশিকুর রহমান এর নেতৃত্বে একটি অভিযানিক দল শিংগাইর উপজেলায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে সিংগাইরের ভূমদক্ষিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন জনৈক নাজমুল ইসলাম এর হোটেলের সামনে হতে মোঃ আলী হাসানকে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
এসআই(নিরস্র) আজহারুল ইসলাম এর নেতৃত্বে অপর একটি অভিযানিক দল হরিরামপুর উপজেলার ইজদিয়া এলাকায় অভিযান চালায়। তারা জনৈক শামুজুদ্দিন মোল্লার বসত বাড়ীর উঠান হইতে দশগ্রাম হেরোইনসহ রুবেল মোল্লাকে আটক করা হয়।
একই দিন অপর একটি অভিযানিক দল এসআই (নিরস্র) মোঃ বিল্লাল হোসেন ভূঞার নেতৃত্বে মানিকগঞ্জ সদর থানার বরুন্ডী শশ্বানঘাট এলাকায় কালীমন্দিরের সামনে থেকে হাছান মিয়াকে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য একলক্ষ ত্রিশ হাজার টাকা।
ধৃত আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা বিচারাধীন রহিয়াছে। হরিরামপুর, মানিকগঞ্জ সদর ও সিংগাইর থানায় পৃথক ০৩টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ