আবুল বাশার আব্বাসী, স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ :
বাংলাদেশ কৃষক লীগের ৫২ বছর পূর্তি উপলক্ষ্যে মানিকগঞ্জে বৃক্ষ রোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩০ জুন) দুপুরে কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমির চন্দ এই কর্সূচির উদ্বোধন করেন।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, কৃষক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, কৃষক লীগের জেলা সভাপতি মো: সমাপ্ত হোসেন,সাধারণ সম্পাদক বুলবুল আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্সূচিতে পৌরএলাকার বেউথা থেকে নয়াকান্দি পর্যন্ত রাস্তার পাশে বিভিন্ন প্রকারের ফলজ, বনজ ও ঔষধি গাছসহ এক হাজার চারা রোপণ করা হয়।
বক্তব্যে কৃষিবিদ সমির চন্দ বলেন, বাংলাদেশ কৃষক লীগের ৫২ বছর পূর্তি উপলক্ষ্যে কৃষক লীগের উদ্যোগে আষাঢ়-শ্রাবণ- ভাদ্র ৩ মাসে ৫২ লাখ গাছের চারা রোপণ করা হবে।
তিনি বলেন, গাছ আমাদের অকৃত্রিম বন্ধু। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বৃক্ষ রোপণ করা ছাড়া আমাদের আর কোন উপায় নাই। তাই তিনি কৃষকলীগ নেতা কর্মীদের বৃক্ষ রোপণের পাশাপাশি প্রতিটি বৃক্ষকে রোপণের পর নিজ সন্তানের মতো পরিচর্যা ও প্রতি পালন করার অনুরোধ জানান।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho