পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি : অদ্য ৪/৭/২৪ বৃহস্পতিবার ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের কৃষি বিভাগের ব্যবস্থাপনায় ৭টি সাবজোনের রোপা পদ্ধতিতে( এস.টি.পি) আখচাষীদের মাঝে ভুর্তকীর নগদ টাকা প্রদান কর্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়েছে।
উক্ত চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এর কার্যালয়ে বিকাশ এ্যাকাউন্টের এর মাধ্যমে চাষীদের মেবাইলে টাকা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন, চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক(প্রশাসন) মোহাম্মদ মিজানুর রহমান,মহাব্যবস্থাপক(অর্থ) খোঃ আলমগীর হোসেন,মহাব্যবস্থাপক(কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান, ব্যবস্থাপক(পরিঃপ্রকৌ) একেএম কামরুল হাসান, ,ব্যবস্থাপক (সম্প্রসারণ) প্রবীর মল্লিক, ব্যবস্থাপক (সিপি) মো. ইমরুল হাসান, সহব্যবস্থাপক(সম্প্র)কৃষ্ণ কুমার সরকার, সহঃব্যবস্থাপক (হিসাব) মো. সাইরুল ইসলাম, উপসহকারী ইক্ষু উন্নয়ন কর্মকর্তা(এসএসিডিও) মো. মেহেদী হাসান, মো. মাসুদুর রহমান, বিশ্বজিৎ ভৌমিক।
মহাব্যবস্থাপক(কৃষি) মুহম্মদ আনিস উজ্জামান জানান, কৃষি ভুর্তকীর আওতায় রোপন মৌসুমের ৩ হাজার ১শত ১৫ জন রোপা পদ্ধতিতে( এস.টি.পি) চাষীকে মোট ৬৫ লক্ষ ৩৬ হাজার ২শত টাকা প্রদান করা হবে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল্লাহ জানান, চলতি বছর মাঠে যে আখ রোপন করা হয়েছে সেসব আখের ফলন বৃদ্ধিতে কৃষি বিভাগ,প্রশাসন বিভাগ হতে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে সে সকল কর্মসূচী বাস্তবায়নের কাজ চলছে। আখচাষীদের সার্বিক সহযোগিতায় আশা করি এর ফল ইতিবাচক হবে।