পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি : মধুখালী প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় দৈনিক যায়যায় দিনের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মধুখালী উপজেলা প্রতিনিধি ও মধুখালী প্রেসক্লাবের অর্থ সম্পাদক সালেহীন সোয়াদ সাম্মী’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক, তিনি প্রথমেই কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করেন।
আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মধুখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজল বসু, মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য নজরুল ইসলাম, মধুখালী প্রেসক্লাবের উপদেষ্টা সৈয়দ এটিএম মাসুদ, মধুখালী প্রেসক্লাবের সহ সভাপতি এ্যাডভোকেট আলিমুজ্জামান খোকন, মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক মানবকণ্ঠ পত্রিকার মধুখালী প্রতিনিধি শাহজাহান হেলাল, আজকের পত্রিকার মধুখালী প্রতিনিধি মতিয়ার রহমান মিঞা, চ্যানেল এস টেলিভিশন ও মধুখালী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মুবিন, গ্লোবাল টেলিভিশনের মধুখালী প্রতিনিধি ও মধুখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান পলাশ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদেশ সমাচারের ফরিদপুর প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য ইদ্রিস আলী, দৈনিক ডেসনিটির রাজিব হোসেন, দৈনিক আলোকিত কন্ঠ ও দৈনিক মাতৃকন্ঠের প্রতিনিধি পার্থ রায়, দৈনিক খবর বাংলাদেশের প্রতিনিধি মানিক শিকদার, দৈনিক খবরপত্রের মো: আব্দুল্লাহ, দৈনিক নতুন দিনের হৃদয় শীল, প্রমুখ।