আজ ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং

এদেশের জনগন কোন বিদেশী প্রভূত্ব মেনে নিবে না—– বিএনপি নেতা মির্জা আব্বাস

আবুল বাশার আব্বাসী, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : মানিকগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশের জনগন কোন বিদেশী প্রভূত্ব মেনে নিবে না।আমরা ১৯৭১ সালে দেশের স্বাধীনতার জন্যে যুদ্ধ করেছি আর এখন সেই স্বাধীনতা রক্ষার জন্যে নতুন করে যুদ্ধ করতে হবে। বাংলাদেশকে স্বাধীন করতে ৩০ লক্ষ শহীদের রক্ত দিতে হয়েছে। এখন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্যে ৬০ লক্ষ দেশ প্রেমিককে শহীদ হতে প্রস্তুত থাকতে হবে। আমরা এ দেশের স্বাধীনতা রক্ষার জন্যে ৬০ লক্ষ মানুষ শহীদ হবো। এদেশকে দাসত্ববাদী-গোলামী সেবাদাস তাবেদারদের হাত হতে মুক্ত করতে হবে। আজ শনিবার বিকালে মানিকগঞ্জ জেলা বিএনপি আয়োজিত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে শহরের ল“কলেজ মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস এসব কথা বলেন।


প্রধান অতিথি বলেন,আপনার যারা মুক্তিযুদ্ধে পরের প্রজন্ম বা মুক্তিযুদ্ধের সময় ছোট ছিলেন তারা যুদ্ধ করতে পারেন নাই বলে আফসোস করেন।তাদের এবারে একটা সুযোগ এসেছে স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে না পারলে ও স্বাধীনতা রক্ষার যুদ্ধে অংশ নেয়ার।তিনি বলেন,বিদেশিদের ইশারায় চলা এ অবৈধ প্রধানমন্ত্রী ও তার সরকার প্রভূদের স্বার্থরক্ষায় তৎপর।দেশে কোন স্বার্থই তাদের কাছে মূল্য নেই।লুটপাট করে সব অর্থ পাচার করার কারনে কোষাগার খালি হয়ে গেছে। এখন ধান্ধাবাজির নামে সার্বজনিন পেনশন ক্রীম চালু করেছে।
মুক্তিযোদ্ধাদের সম্পর্কে মির্জা আব্বাস বলেন,প্রকৃত মুক্তিযোদ্ধাদের আরো সম্মান ও সুযোগ দেয়া হোক।
ভূয়া মুক্তিযোদ্ধাদের সুযোগ দেয়া হচ্ছে। মেধাশূন্যদের কোঠায় চাকুরি দেয়া হলে কি প্রশাসন চলবে? জাতি মেধা শূন্য হয়ে যাবে। তিনি বাংলাদেশে বাকশালী রাষ্ট্র কায়েম বন্ধকরে বেগম খালেদা জিয়ার দ্রুত
মুক্তি দাবি করে।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এস,এ জিন্নাহ কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সায়্যেদুল আলম বাবুল,সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো,সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। এছাড়াও আরো বক্তব্য রাখেন,জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড.আজাদ হোসেন খান. সাংগঠনিক সম্পাদক আ,ফ,ম নূরতাজ আলম বাহার.জেলা বিএনপির নেতা গোলাম কিবরিয়া সাঈদ, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক আহমেদ দিপু,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জিন্নাহ খান জিন্না,জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক রেজাউর রহমান সজিব প্রমুখ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ