০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

জেলা শিল্পকলা একাডেমি সন্মাননা পেলেন ১৫ গুনীজন

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ০৫:২৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

আবুল বাসার আব্বাসী, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি সন্মাননা ২০১৮,২০১৯, ২০২০ প্রদান করা হয়েছে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৫ গুনীজনকে এসন্মাননা দেওয়া হয়।
শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে গুনীজনদের সন্মাননা সনদপত্র, মেডেল ও আর্থীক অনুদান প্রদান করা হয়।

বিভিন্ন ক্যাটাগরিতে সন্মাননা প্রাপ্তরা হলেন, লোক সংস্কৃতিতে সামগ্রীক অবদানের স্বীকৃতিস্বরুপ মো:আবুল বাশার আব্বাসী (২০১৮) কন্ঠ সংগীত -বিউটি আক্তার (২০১৮), যাত্রা শিল্পী- গোকুল ঘোষ (২০১৮), চারুকলা পরিমল চন্দ্র অধিকারী (২০১৮), নাট্যকলা-হরিপদ সূত্রধর (২০১৮), কন্ঠ সংগীত- রতন কুমার সাহা (২০১৯),সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক – আবুল ইসলাম শিকদার (২০১৯), চারুকলা- গোপাল চন্দ্র পাল (২০১৯), যাত্রা শিল্পী – তাপস সরকার (২০১৯), যন্ত্র সংগীত মোঃ তসলিম উদ্দীন (২০১৯) সৃজনশীল সংস্কৃতিক সংগঠন – সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (২০২০), চারুকলা – মোঃ খোরশিদ আলম (২০২০), কন্ঠসংগীত রুমানা ইসলাম (২০২০), যন্ত্র সংগীত – গোবিন্দ চন্দ্র রায় (২০২০) এবং লোক সংস্কৃতিক – মোঃ হাকিম উদ্দীন (২০২০)।
জেলা কারচারাল অফিসার সেলিনা সাঈয়েদা সুলতানা আক্তার এর সভাপতিত্বে ও আবৃতি প্রশিক্ষক শাকিল আহাম্মেদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) তরিকুল ইসলাম,বিশিষ্ট অভিনেত্রী ও পরিচালক অরুনা বিশ্বাস, এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ প্রমুখ ।
শেষে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হবে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ফরিদপুরের মধুখালীতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২৫ আসামি গ্রেপ্তার,

জেলা শিল্পকলা একাডেমি সন্মাননা পেলেন ১৫ গুনীজন

প্রকাশের সময়ঃ ০৫:২৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪

আবুল বাসার আব্বাসী, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি সন্মাননা ২০১৮,২০১৯, ২০২০ প্রদান করা হয়েছে। এতে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৫ গুনীজনকে এসন্মাননা দেওয়া হয়।
শুক্রবার সকাল ১০ ঘটিকার সময় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে গুনীজনদের সন্মাননা সনদপত্র, মেডেল ও আর্থীক অনুদান প্রদান করা হয়।

বিভিন্ন ক্যাটাগরিতে সন্মাননা প্রাপ্তরা হলেন, লোক সংস্কৃতিতে সামগ্রীক অবদানের স্বীকৃতিস্বরুপ মো:আবুল বাশার আব্বাসী (২০১৮) কন্ঠ সংগীত -বিউটি আক্তার (২০১৮), যাত্রা শিল্পী- গোকুল ঘোষ (২০১৮), চারুকলা পরিমল চন্দ্র অধিকারী (২০১৮), নাট্যকলা-হরিপদ সূত্রধর (২০১৮), কন্ঠ সংগীত- রতন কুমার সাহা (২০১৯),সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক – আবুল ইসলাম শিকদার (২০১৯), চারুকলা- গোপাল চন্দ্র পাল (২০১৯), যাত্রা শিল্পী – তাপস সরকার (২০১৯), যন্ত্র সংগীত মোঃ তসলিম উদ্দীন (২০১৯) সৃজনশীল সংস্কৃতিক সংগঠন – সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (২০২০), চারুকলা – মোঃ খোরশিদ আলম (২০২০), কন্ঠসংগীত রুমানা ইসলাম (২০২০), যন্ত্র সংগীত – গোবিন্দ চন্দ্র রায় (২০২০) এবং লোক সংস্কৃতিক – মোঃ হাকিম উদ্দীন (২০২০)।
জেলা কারচারাল অফিসার সেলিনা সাঈয়েদা সুলতানা আক্তার এর সভাপতিত্বে ও আবৃতি প্রশিক্ষক শাকিল আহাম্মেদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) তরিকুল ইসলাম,বিশিষ্ট অভিনেত্রী ও পরিচালক অরুনা বিশ্বাস, এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ প্রমুখ ।
শেষে এক মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হবে।