আজ ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৪ ইং

শিবালয়ে সেলফী পরিবহনের বাস চাপায় একজন আহত, নিহত- ১

মো: রাজীব আহসান মান্নু,  স্টাফ রিপোর্টার : ঢাকা-আরিচা মহাসড়কে পাটুরিয়ামুখী সেলফী পরিবহনের একটি বাস চাপায় অজ্ঞাত এক ব্যক্তি নিহত ও আরও এক নারী গুরতর আহত হয়েছেন। 
শুক্রবার (১২ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে মানিকগঞ্জের শিবালয়ের উথলী হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাত পথচারী মারা যান। আর আহত
নারীকে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।

এসময় উত্তেজিত জনতা সেলফি পরিবহনের কয়েকটি বাস আটক করে রাস্তার পাশে রাখে।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম জানান, ঘাতক বাস চালককে আটক ও হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

সহকারী কমিশনার (ভূমি) শিবালয়, মানিকগঞ্জ, এস এম ফয়েজ উদ্দিন  ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ