এসময় উত্তেজিত জনতা সেলফি পরিবহনের কয়েকটি বাস আটক করে রাস্তার পাশে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম জানান, ঘাতক বাস চালককে আটক ও হতাহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
সহকারী কমিশনার (ভূমি) শিবালয়, মানিকগঞ্জ, এস এম ফয়েজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।