আজ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ ইং

কোটা বিরোধী আন্দোলনে সংঘর্ষ- আহত অর্ধশত-পুলিশের টিয়ারসেল নিক্ষেপ

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : মানিকগঞ্জে কোটা বিরোধী শিক্ষার্থীদের শান্তির্পূণ মিছিলে ছাত্রলীগ,যুবলীগ,আঃ লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের হামলায় সংবাদিকসহ প্রায় শতাধিক শিক্ষার্থী
আহত হয়েছে। আশংখ্যজনক অবস্থায় বিভিন্ন হাসপাতালে কয়েকজন চিকিৎসাধীনে রয়েছে বলেও জানান কোঠাবিরোধী আন্দদোলনের একজন।
অপর দিকে জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরেশী সুমন বলেন , তার সংগঠনের ৫/৬ জন আহত হয়েছে।
বুধবার সকাল ১০ টার দিকে শহরের দিক হতে কোটা বিরোধী শিক্ষার্থীদের একটি শান্তির্পূণ মিছিল বের হয়। মিছিলটি জেলা প্রশাসকের বাসভবনের নিকট শহীদ রফিক চত্তর থেকে খালপাড় ব্রীজে উঠলেই ছাত্রলীগ,যুবলীগ ,আঃলীগ যৌথ ভাবে রামদা,লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে মিছিলের উপর হামলা করে।এসময় তাদের ধারালো অস্ত্রের আঘারে আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে ১০/১৫ জন সাধারন শিক্ষার্থী ।এ হামলায় আহত হয় প্রায় অর্ধধশত শিক্ষার্থী।

এসময় ছাত্রলীগের আক্রম থেকে রক্ষা পেতে শিক্ষার্থীরা ইট-পাটকেল দিয়ে তাদের প্রতিরোধ করার চেষ্ঠা করে।
সংঘর্ষের সময় পুলিশ ৮/৯ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।
অপর দিকে বেলা সাড়ে ১১টার দিকে কোটা বিরোধী আন্দোলনকারীরা সদর উপজেলার উচুটিয়া এলাকায় পুলিশলাইন্স ও মানরা এলাকার মহাসড়ক অবরোধ করে। এসময় ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এঘটনায় যায়যায়দিনের জেলা প্রতিনিধি মোঃ মনির হোসেন সহ বেশ কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন।
শহর এলাকায় ছাত্রলীগ মহড়া দিচ্ছে এবং পুলিশ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছে। পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ