আবুল বাশার আব্বাসী, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ ) : জাতীয় শোক দিবস উপলক্ষে মানিকগঞ্জে শোক র্যালী ও পদ সভা করেছে জেলা আওয়ামী-লীগ ।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে মানিকগঞ্জ শহরের দলীয় কর্যালয়ের সামনে থেকে একটি শোক র্যালী বের হয়। শোক র্যালীটি শহর প্রদক্ষিন করে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে সমাবেশ করে।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আ”লীগের সভাপতিও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি্যোদ্ধা
এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন,সাধারন সম্পাদক আব্দুস সালাম।
জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদেব কুমার সাহার পরিচালনায় বক্তারা বলেন, কোটা আন্দোলনের ভিতর বিএনপি,জামায়াত শিবির,ছাত্রদল ঢুকে আন্দোলনকে ভিন্ন খাতে পরিচালনা করছে।তারা সরকার উৎখাতের চেষ্টা করছে,রাষ্ট্রিয় সম্পাদ ধ্বংস করছে।এখনোও তারা সরকার পতনের বিভিন্ন যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।এ যড়যন্ত্র বাংলার জনগন মেনে নিবে না।
র্যালী ও শোক সভায় অংশ নেয় মহিলা আ”লীগ,জেলা যুবলীগ,জেলা ছাত্রলীগ. যুবমহিলালীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক- লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দু ।