আজ ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৫ ইং

মানিকগঞ্জে বিধবাকে ধর্ষণ মামলায় ইউপি সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) :  মানিকগঞ্জে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে মো.মোজাম্মেল (৩৬) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ।
গত বুধবার দিবাগত রাতে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের ফাঁড়িরচর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো.মোজাম্মেল উপজেলার আটিগ্রাম ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইউপি সদস্য মোজাম্মেলের দীর্ঘদিন ধরে সদর উপজেলার এক বিধবা নারীর সাথে প্রেমের সম্পর্ক তৈরি হয় এরপর বিয়ের প্রতিশ্রুতির মাধ্যমে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পরেন ওইইউপি সদস্য।কিন্তু। বিধবা নারী মোজাম্মেলকে বিয়ের কথা বললে টালবাহানা করতে শুরু করেন মোজাম্মেল। এরপর গত বুধবার রাতে ওই বিধবা নারীর বাড়িতে যায় এবং বিবাহবহির্ভূত সম্পর্কের চেষ্টা করেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।পরে প্রতিবেশি ও আশপাশের লোকজন এসে ইউপি সদস্যকে আটক করে। তারা জরুরী সেবা ৯৯৯ নাম্বারে ফোন করে বিষয়টি জানান। এরপর সদর থানা পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি মোঃ হাবিল হোসেন জানান,নির্যাতন ও প্রতারণার শিকার ওই নারী বাদি হয়ে বৃহস্পতিবার সকালে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা করেছেন। মামলার পর ইউপি সদস্যকে আদালতে প্রেরণ করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে বলেও ওসি জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ