স্টাফ রিপোর্টার : মানিকগঞ্জের ঘিওর রিপোর্টার্স ক্লাবের নব-নির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। এশিয়ান টেলিভিশনের মানিকগঞ্জ(পশ্চিম) প্রতিনিধি সোহেল রানাকে সভাপতি ও দৈনিক মুক্ত খবর পত্রিকার প্রতিনধি মোঃ ফরিদ মিয়াকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। শনিবার বিকেলে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ কমিটি ঘোষণা করা হয়। কার্যকরী কমিটিতে অন্যরা হলেন সহ-সভাপতি মীর্জা সেলিম উজ্জামান (দৈনিক আজকালের খবর), সহ-সভাপতি মোঃ আমিনুল ইসলাম (দৈনিক নববার্তা), যুগ্ম-সম্পাদক হুমায়ন খালিদ খান (দৈনিক এই বাংলা), কোষাধ্যক্ষ মোঃ শহিদুল্লাহ প্রধান (দৈনিক বাংলাদেশ নিশান), দপ্তর সম্পাদক মোঃ জিন্নাত আলী (দৈনিক আল-আযান), প্রচার সম্পাদক মোঃ জীবন আহমেদ ফারুক (দৈনিক খবরের আলো), কার্যকরী সদস্য মোঃ সাইফুল ইসলাম (ডেইলী পোস্ট), মোঃ হাফিজুর রহমান(দৈনিক সাহসী কণ্ঠ), মোঃ ওয়াহিদুজ্জামান সেন্টু( ডেইলী ট্রাইব্যুনাল), মোঃ আরিফুল ইসলাম (দৈনিক আজকের প্রত্যাশা), শাহাদুর রহমান (দৈনিক খবরের সন্ধান), মোঃ আমিনুল ইসলাম(দৈনিক রূপালী বাংলাদেশ)। এ সময় দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক মোঃ মামুন মিয়া, আনন্দ টেলিভিশনের সাংবাদিক মোঃ জহিরুল ইসলাম ও চ্যানেল এস এর সাংবাদিক আফ্রিদি সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।