আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মানিকগঞ্জের সিংগাইরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

আবুল বাশার আব্বাসী, স্টাফ রিপোর্টার, (মানিকগঞ্জ) : “চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার,আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিব না”এ শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম শাহাদৎ আলী খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ
মিছিল করেছে।
শনিবার(৩ আগস্ট) সকাল ১১ টার দিকে শিক্ষার্থীরা চারিগ্রাম চৌরাস্তা থেকে একটি মিছিল বের করে। মিছিলটি স্থানীয় সড়ক প্রদক্ষিন শেষে চারিগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। মিছিলে প্রায় ২ শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয়।
এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিয়ারুল ইসলাম বলেন,৬০-৭০ জন শিক্ষার্থীরা একটি মিছিল বের করেছিলো। আমরা যাওয়ার আগেই তারা চলে যায়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ