আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

ফরিদপুরের মধুখালী উপজেলায় আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি:  ফরিদপুর জেলার মধুখালি উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ মধুখালী উপজেলা শাখার আয়োজনে উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আ: হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল হক বকু এর

সঞ্চালনায় সংগঠনটির এক বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুর রহমান এমপি। তিনি তার বক্তব্যে দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরেন এবং সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে বলেন।

উক্ত বিশেষ বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য এবং মধুখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ,পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার খুরশিদ আলম, উপজেলা ভাইস-চেয়ারম্যান মহসিন বিশ্বাস কালু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আলীউজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া , প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন, দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ মোহাম্মদ ফারুক, ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম মাসুদ, শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা আক্তারুজ্জামান খোকন,যুগ্ম সাধারণ সম্পাদক যামিনী সিংহ রায়, সদস্য মির্জা গোলাম ফারুক,পৌর কাউন্সিলরবৃন্দ, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. শিহাবুল হক বিপুল, যুগ্ম আহবায়ক আ. আহাদ জোয়াদ্দার, যুগ্ম আহবায়ক আরেফিন আরিফ, ১১ টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি/ সাধারন সম্পাদক,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. রবিন মোল্লা, সহ সভাপতি আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অনিক আহমেদ, পৌর ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান, সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ