-
- রাজনীতি, সারাদেশ
- মানিকগঞ্জের সাটুরিয়া বিএনপির পথ সভায় চেয়ারপার্সনের উপদেষ্টা — রিতা
- প্রকাশের সময়ঃ আগস্ট, ৮, ২০২৪, ৬:৫৬ অপরাহ্ণ
- 93 বার পড়া হয়েছে
আব্বাসী,স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : সতের বছর পরে আমরা এমন একটি সুন্দর সুষ্ঠ পরিবেশে দাড়িয়ে কথা বলার শুযোগ পেয়েছি। আমাদের সন্তানদের মাধ্যমে এ শুযোগ আমরা পেয়েছি। আর এটা পেয়েছি আবু সাইদ,মীর মাহফুজুর রহমান মুগ্ধ, ওয়াসীম আকরাম সহ কোটা আন্দোলনে শহীদদের রক্তের বিনিময়ে। মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষাকরা কঠিন।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ও সাটুরিয়া বাস স্ট্যান্ড এলাকায় এক পথসভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা একথা বলেন।
হিন্দু সম্প্রদায়সহ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে সাটুরিয়া উপজেলা বিএনপি এ পথসভার আয়োজন করে।
পথসভায় আফরোজা খান রিতা বলেন, হিন্দু মুসলমান ভাই ভাই প্রতিহিংসাবসত কারো বাড়িঘর,সম্পদ ও হিন্দু সম্প্রদায়ের মন্দীর নষ্ট করা যাবে না। এখন আর আওয়ামীলীগ নাই, আওয়ামীলীগের সব বিএনপি হয়ে গেছে। ওরা নিজেরাই এসব কাজ করে আমাদের দলের সুনাম নষ্ট করা যাবে না। হিন্দু সম্প্রদায়ের জানমালের রক্ষাও নিরাপত্ত্বার দায়িত্ব বিএনপি নেতা কর্মীদের নিতে হবে। মনে রাখতে হবে
হিন্দু মুসলমান ভাই ভাই।
আফরোজা খান রিতা আরো বলেন,একটি কুচক্রীমহল সাধারণ মানুষের বাড়িঘর ভাঙচুর করে বিএনপির ওপর দায়ী চাপানোর চেষ্টা করছে। তদের এ অপচেষ্টাকে তোমাদের রুখতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাটুরিয়া উপজেলা সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন যাদু,অফিস সম্পাদক আরিফুল হোসেন লিটন, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া হাবু, বিএনপি নেতা আব্দদুস সালাম বাদল, যুবদল নেতা মো.তুহিনুর রহমান, কোভিদ হোসেন, ছাত্রদলের জেলা সভাপতি আব্দুল খালেক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও সংবাদ