আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

গ্রামে ছাত্র সমাজের “ক্লিন কর্মসূচি”

 মোঃ চঞ্চল মাহমুদ খান, স্টাফ রিপোর্টার ( মানিকগঞ্জ)  : রাষ্ট্র সংস্কারের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে “ক্লিন তেওতা” কর্মসূচির দ্বিতীয় দিনে ছাত্র জনতার অংশ গ্রহণের মাধ্যমে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার ঐতিহ্যবাহী তেওতা ইউনিয়নে ছাত্র জনতার সমন্বয়ে তেওতা বাজার, তেওতা জমিদার বাড়িসহ তেওতা ইউনিয়ন পরিষদ পরিস্কার-পরিচ্ছন্ন করা হয়।

ছাত্র জনতার সাথে কথা হলে তারা জানান, “ক্লিন তেওতা” কর্মসূচির মাধ্যমে আমরা তেওতা’র বিভিন্ন হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠান পরিচ্ছন্নতা ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ীদের সাথে কথা বলছেন। জনসাধারণের দ্রুত সেবা দেওয়ার জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের দ্বায়িত্বশীলদের সাথেও কথা বলছেন। তারা আরও জানায়, জনসাধারণের জান মালের নিরাপত্তা সহ ট্রাফিকিং কার্যক্রম পরিচালনা করছেন। পথচারীদের সাথে কথা হলে তারাও তাদের কাজের ভুয়সী প্রশংসা করেন। “ক্লিন তেওতা” কর্মসূচির উদ্যোক্তা তেওতা পোস্ট অফিসের পোস্ট মাস্টার জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, বৈষম্যের বিরুদ্ধে যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে বুক চেতিয়ে দাড়ানো আবু সাঈদের শহীদি মৃত্যু, আন্দোলনকারী ছাত্রদের তৃষ্ণা নিবারনের জন্য পানি লাগবে পানি শহীদ মুগ্ধসহ অগনিত ছাত্রের শহীদি মৃত্যু আমাকে ঘুমাতে দেয় না।দেশ যাদের জন্য দ্বিতীয় বার স্বাধীন তাদের স্বপ্ন বাস্তবতায় রুপ দেওয়ার জন্য ছাত্র জনতা মিলে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি।ধারাবাহিক “ক্লিন তেওতা”কর্মসূচির আজ দ্বিতীয় দিন। ইউনিভার্সিটি, কলেজ, হাই স্কুল, প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা ঝাকেঝাকে কর্মসূচিতে অংশ গ্রহণ করছে। বিভিন্ন শ্রেণী পেশার লোকজন ছুটে আসছে। নিরাপদ পরিচ্ছন্ন বৈষম্য মুক্ত রাষ্ট্র গঠনের জন্য ছাত্রদের সাথে থাকতে পেরে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন।এ সময় তারা প্রতিটি শহীদদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের দ্রুত সময়ে বিচার কার্যকর করার জন্য অন্তবর্তীকালীন সরকারের সম্মানিত প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুসসহ সকল সম্মানিত উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করেন। ছাত্রদের তাজা রক্তের বিনিময়ে পাওয়া নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশ হোক সকল প্রকার বৈষম্য মুক্ত এটাই প্রত্যাশা।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ