আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সম্প্রীতি মিছিল ও সমাবেশ

আব্বাসী,স্টাফ রিপোর্টার  (মানিকগঞ্জ) : মানিকগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা,লুটপাট-হামলা ডাকাতি বন্ধ,জনমনে ভীতি দূর করা সহ শান্তি শৃঙ্খলা রক্ষার আহবানে সম্প্রীতি মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।

আজ  রোববার দুপুরে মানিকগঞ্জ শহরে জাতীয় ও সাদা পতাকা নিয়ে সম্প্রীতি মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে শহরের খালপার  ভাষা শহীদ রফিক চত্বরে গিয়ে সমাবেশ করে।

সমাবেশে সমন্বয়ক মোঃ আশিকুর রহমানের উপস্থাপনায়  বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলার সমন্বয়ক ওমর ফারুক,বাবুল হোসেন,মেহাদী হাসান হৃদয়, মোঃ রমজান আলী,হাসান শিকদার,সাকিব খান অয়ন,সাগর সূত্রধর প্রমূখ।

বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ঠ করার চক্রান্ত,ইচ্ছাকৃত সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য উস্কানিমূলক শ্লোগান,ষড়যন্ত্র করা ,ভারতীয় গনমাধ্যমে পাঠানোর জন্য ভাঙ্গুরচুরের মিথ্যা বর্ননা দিয়ে ভিডিও বানানো ,অপপ্রচারসহ বিভিন্ন অভিযোগ এনে উগ্রপন্থী সংগঠন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও ইসকন (আন্তর্জাতিক কৃষন ভাবনাকৃত সংঘ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষন  কনশাসনেস ) কে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবী জানান।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েক’শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন,আমরা রাত-দিন পাহারা দিয়ে যাচ্ছি,ট্র্রাফিকের দায়িত্ব পালন,রাস্তা-ঘাট পরিষ্কার,দেয়ালে আলপনা,মন্দির ও হিন্দু সম্পত্তি পাহারা সহ বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছি।আমাদের সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ বিভিন্ন ভাবে সহযোগীতা করে যাচ্ছে।আমরা বিভিন্ন এলাকায় হামলার খবরে ছুটে যাচ্ছি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাড়াচ্ছি।তবে যত অভিযোগ আসছে তার বেশির ভাগই গুজব। অনেক স্থানে গিয়ে ঘটনার কোন সত্যতা পাচ্ছি না বলেও বক্তারা জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ