আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

মানিকগঞ্জে যানবাহন নিয়ন্ত্রণে ফিরেছে ট্রাফিক পুলিশ

আব্বাসী,স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কসহ অভ্যন্তরীণ সড়ক সমুহে যানবাহন নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজে ফিরেছে ট্রাফিক পুলিশের সদস্যা। ফলে রাস্তাঘাটে চলাচলকারী যানবাহনের চালক ও সাধারণ মানুষের মনে নতুন করে স্থস্তি ফিরে পেয়েছে।

সোমবার (১২ আগস্ট)  বেলা ১১ টা থেকে জেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন শুরু করেন ট্রাফিক পুলিশ সদস্যরা।

জানাযায়, কর্মবিরতি প্রত্যাহারের ৬ দিন পর আজ কর্মস্থলে যোগ দেওয়া ট্রাফিক পুলিশদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান আন্দোলনকারীরা।

মানিকগঞ্জ খালপাড় ভাষা শহীদ রফিক চত্বর  এলাকায় ট্রাফিকের দায়িত্বরত ইন্সপেক্টর  জাহাঙ্গীর আলম জানান,আমারা সকাল থেকে শহরের সড়ক সমুহের বিভিন্ন গুরুত্বপূর্নস্থানে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছি। যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিকের পাশাপাশি শিক্ষর্থীরাও কাজ করছে । এতে আমরাও উৎসাহ পাচ্ছি।

উল্লেখ্য কোটাবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সাথে আন্দোলনকারী শিক্ষার্থী ও সাধারন জনতার  সংঘর্ষে হতাহতের ঘটনায়  ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষনা দেয় পুলিশ বাহিনী। কর্মবিরতি পত্যাহারের পর আজ ১২ আগস্ট নতুন করে কার্যক্রম শুরু করেন তারা।

এবিষয়ে মানিকগঞ্জের টি আই মিরাজ হোসেন জানান,উপরের নির্দেশ মোতাবেক ৬০ জন ট্রাফিক পুলিশ সদস্য জেলায় কাজ শুরু করেছেন। সড়কের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ