আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

কালিয়াকৈর থানায় পুলিশের কার্যক্রম শুরু, স্বস্তিতে জনগণ

মোঃ মনির হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের কারণে অনিরাপত্তায় থানা বন্ধ করে চলে যায় পুলিশ। সপ্তাহখানেক পর কর্মস্থলে ফিরে সোমবার থেকে পুলিশ সীমিত পরিসরে থানার  কার্যক্রম শুরু করে। এ খবরে স্বস্তিবোধ করছেন জনগণ।

থানায় সেবা প্রার্থী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগের কারণে অনিরাপত্তায় থানা বন্ধ করে চলে যায় কালিয়াকৈর থানা পুলিশ। গত রোববার রাতে পুলিশ তাদের কর্মস্থল কালিয়াকৈর থানায় যোগাযোগ করে। এরপর সোমবার সকাল থেকে পুলিশ সীমিত পরিসরে তাদের কার্যক্রম শুরু করেছে। সেবা নিচ্ছেন সাধারণ মানুষ। এ খবরে স্বস্তিবোধ করছেন জনগণ। অপরদিকে দুপুরে থানায় উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও গণপরিষদের সদস্য, সুশীল সমাজসহ বিভিন্ন মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ওসি এ এফ এম নাসিম। এ সময় উপস্থিত ছিলেন- কালিয়াকৈর উপজেলা বিএনপি’র সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুজ্জামান শিপলু বকসী, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও গাজীপুর জেলার আহ্বায়ক পাঠান আজহারসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি দল, পুলিশের অন্যান্য কর্মকর্তা ও উপজেলার কর্মরত সাংবাদিক বৃন্দ।

উপজেলা বিএনপির সভাপতি হেলাল উদ্দিন বলেন, পুলিশ ছাড়া জনগণের সেবা সম্ভব নয়। আর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন চালালে কাউকে ছাড় দেওয়া হবে না। তবে পুলিশকে নিরপেক্ষ ভাবে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, কর্মবিরতি শেষে আমরা থানায় কর্মস্থলে ফিরছি। এখন সীমিত পরিসরে থানার কার্যক্রম শুরু করা হয়েছে। তবে ধীরে ধীরে  স্বাভাবিক ভাবে কাজ করবে পুলিশ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ