আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

মানিকগঞ্জের সিংগাইরে জেওসি মেজর জেনারেলের মন্দির পরিদর্শন

 আব্বাসী, স্টাফ রিপোর্টার  (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের (সাভার) জেওসি মেজর জেনারেলে মো:মঈন খান।

আজ সোমবার দুপুরে সিংগাইর উপজেলার জয়মন্টপের নাজিরপুর এলাকার শ্রী শ্রী রাধা গোবিন্দ জিওর আখড়া পরিদর্শন ও মত বিনিময় করেন তিনি।

মেজর জেনারেল মঈন খান বলেন, দেশের সকল মানুষ সমান অধিকার ভোগ করবে। এখানে কেউ বড় না আবার কেউ ছোট না। আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যাব। আমরা দেশের মানুষের পাশে আছি এবং থাকবো।

সিংগার উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট ইতি রানী সাহা  বলেন, আমাদের সিংগাইর উপজেলায় কোন সাম্প্রদায়িক  হামলার ঘটনা ঘটে নাই। দুই একটি যা ঘটনা ঘটেছে তা অনেকটাই ব্যক্তিগত স্বার্থ বা শত্রুতা থেকে হয়েছে। মুসলিম ভাইয়েরা সদা সর্বদা আমাদের পাশেই ছিলেন  এবং আছেন। তারা আমাদের মন্দির পাহারা দিচ্ছেন। কিছু কিছু মানুষ অযথাই গুজব রটিয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। পূর্বে থেকেই আমরা হিন্দু মুসলিম ভাই ভাই হিসেবে একসাথে রয়েছি ভবিষ্যতেও থাকবো।

এসময় মানিকগঞ্জে সেনা ক্যাম্পের লেঃ কর্ণেল জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী, মেজর মুকতাদির, মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতাব, পুলিশ সুপার গোলাম আজাদ খান, সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম সারোয়ার সানু, সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব প্রমূখ  উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ