আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

ঘিওর ব্যবসায়ীর উপর হামলায় সেনা ক্যাম্পে অভিযোগ

মো: আনোয়ার হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী এলাকায় উজ্জল আলী নামের এক ব্যাবসায়ীকে হত্যার চেষ্টা করা হয়েছে। এ সময় তার সাথে থাকা নগদ টাকা লুট করে নিয়ে যায়। আহত উজ্জ্বল আলী ২৫০ শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দুপুরে।

আহত উজ্জ্বল আলী নালী ইউনিয়নের মাশাইল গ্রামের নুরু মিয়ার ছেলে। সে কৃষি কাজের পাশাপাশি কলতা হাই স্কুলের সামনে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন। বৃহস্প্রতিবার দুপুরে ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেরার পথে তার উপর হামলা করা হয়। হামলাকারীরা হলেন- একই গ্রামের সোহরাবের ছেলে মনির (৩০), হারুনের ছেলে সিয়াম (১৯) ও সানু (১৯)।

আহত উজ্জ্বল আলীর স্ত্রী আকলিমা বেগম এ বিষয়ে মানিকগঞ্জ সেনা ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি জানান, বৃহস্প্রতিবার দুপুরে তার স্বামী ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে উভাজানী গ্রামের তিন তাল গাছ এলাকায় পৌঁছালে সেখানে আগে থেকেই উৎপেতে থাকা মনির, সিয়াম ও সানু তার উপর হামলা করে। এ সময় তারা হাতুরি দিয়ে তার মাথা ও শরীরে বিভিন্ন স্থানে এলোপাথারী আঘাত করে হত্যার চেষ্টা করে। উজ্জ্বলের ডাক চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ব্যবসায়ী উজ্জ্বলের মাথায় ৩২টি সেলাই করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

আকলিমা বেগমের দাবি, তার স্বামী কোন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। তিনি কারো সঙ্গে কোন বিবাদে জড়ান না। তবুও তার স্বামীকে হত্যার চেষ্টা করা হয়। এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে মানিকগঞ্জে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কন্টোল রুমের নাম্বারে যোগাযোগ করলে নাম না বলার শর্তে এক কর্মকর্তা জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি। আমাদের টিমের সদস্যরা অভিযোগের বিষয়টি নিয়ে তদন্ত করবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ