নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার আশুলিয়ায় মীর ইন্টারনেট নামে ব্যাবসায়ী প্রতিষ্ঠানের এক প্রতিনিধির ইন্টারনেটের তাড় কেটে সংযোগ বিচ্ছিন্ন করেছে বলে এমন অভিযোগ পাওয়া গেছে।
এসময় মাদরাসা ও মসজিদের ইমাম এঘটনার ছবি তুলতে গেলে তার উপর মারমুখী হয়ে মোবাইল ছিনিয়ে নিয়ে ভাংচুর করে।
সোমবার বেলা ১১টার দিকে আশুলিয়ার ছয়তলা রূপায়ন স্বপ্ন নিবাসে এ ঘটনা ঘটে।
মোঃ তাজুল ইসলাম তিনি রূপায়ণ স্বপ্ন নিবাসে মারকাযু ফয়জিল কুরআন মাদরাসা এন্ড ইসলামি কিন্ডার গার্টেনে শিক্ষাকতা করেন। এর পাশাপাশি একটি মসজিদে ইমামতিও করেন।
তিনি বলেন, আজকের কয়েকজন ছেলেরা ইন্টারনেট ও ডিসের তাড় কাটতেছিলো, সাথে মনির ভূঁইয়া ছিলো। এসময় আমি আমার মাদরাসার প্রধান ফটকের সামনে থেকে মোবাইল দিয়ে ছবি তুলছিলাম। তা তারা দেখে ফেলে এবং আমার হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। এসময় আমি মনিরকে বলেছি ভাই আমার ভূল হয়েছে আমাকে ক্ষমা করে দিন, এই কথা বলার সঙ্গে সঙ্গে ফোনটি আচাড় দিয়ে ভেঙে ফেলে। এর বিচার আল্লাহ করবেন।
মীর ইন্টারনেট এর প্রতিনিধি মোঃ সোহেল সরকার বলেন, আমি এই এলাকায় ইন্টারনেট ও ডিসের ফিড এনে দীর্ঘ ১৭ বছর ধরে ব্যাবসা করে আসছি। প্রথমে ৯ই আগষ্ট রাতে বিএনপি নেতা মনির ভূইয়া ও আহসানুল্লাহ ভূঁইয়ার ছেলে রিফাত ভূইয়ার নেতৃত্বে প্রায় ৩০জন অজ্ঞাত বাহিনী অস্ত্র নিয়ে ছয়তলা রূপায়নে প্রবেশ করে। এসময় তারা বিভিন্ন স্থানে আমার সংযোগকৃত ইন্টারনেট ও ডিসের তাড় কেটে টুকরা করে ফেলে। পরে আমি সংযোগে ব্যবহৃত যাবতীয় জিনিস পত্র কিনে পূরায় লাইন সংযোগ দেই। এরপরে সোমবার বেলা ১১টার দিকে এই বাহিনী তাড় কেটে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। এই দৃশ্য মসজিদের এক ইমাম ধারণ করতে গেলে তারা ওই ইমামের মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এবং ভেঙে ফেলে। তারা আমার কাছে চাঁদা দাবি করে অন্যথায় এই ব্যবসা করতে পারবো না বলে হুমকি দেয়। এঘটনায় আমার প্রায় ৪লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরে কোন উপায় না পেয়ে এবিষয়ে সেনাবাহিনীকে জানাই। আমি এর সুষ্ঠ বিচার চাই।
তাড় কাটা ও মোবাইল ফোন ভাংচুরের ঘটনার সত্যতা স্বীকার করে মনির ভূইয়া বলেন, এক হুজুর আমাদের তাড় কাটার দৃশ্য মোবাইলে ধারণ করায় তার মোবাইল ফোনটি ভেংগে ফেলেছি। এছাড়া তিনি আরও বলেন, আমি ৯ বছর আগে আইডিয়াল ক্যাবলস নেটওয়ার্ক নামে একটি প্রতিষ্ঠান থেকে ফিড নিয়ে এই রূপায়ণে ব্যাবসা শুরু করি। এর কয়েক বছর পরে যুবলীগের সোহেল সরকার এই ব্যাবসায় ঢুকে পড়ে। আমার প্রতিষ্ঠানের বিলবোর্ড ভেংগে ফেলে এবং আমার সংযোগ আর না হলেও ২০০বার কেটে ফেলে। এর বিচার যুবলীগ নেতা কবির সরকারের কাছে দেওয়া হয়। তিনি এর কোন সমাধান দেন নাই।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho