স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে একটি মার্কেটের ৮টি দোকান। মার্কেটটি তেওতা বাছেট কেডেসি তিন রাস্তার মোড়ে। এই মার্কেটটি এক বছর আগে ২০ লক্ষ টাকা বিনিয়োগ করে গড়েছিলেন তাসদীর আহমেদ তপু। আগুনে পুরে যাওয়া দোকানের ভুক্তভোগীরা হচ্ছেন, আল আমিন-মুদি দোকান,মাসুম শেখ-মুদি দোকান, জয়নাল-কাপড়ের দোকান, সফিকুল-ঔষুধের দোকান, মঙ্গল শীল-সেলুন, আব্দুর রাজ্জাক- হোটেল, আব্দুল মালেক- মুদি দোকান, রহমান-মুদি দোকান। বুধবার ভোর ৩টায় আগুন দেখে এলাকাবাসী ছুটে আসেন এবং জ্বলন্ত আগুন নিভাতে ব্যর্থ হয় স্থানীয়রা।
কিছু ভুক্তভোগী জানান, আগুন জ্বলার সময় কয়েকটি দোকানের শাটারের তালা ভাঙা ছিল ঘরের বাইরে থেকে টিন ভাঙচুর করে গেছে, টিন বাকা হয়ে ছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিট থেকে নয় দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে গেছে। একটি দোকানে পেট্রল ও ডিজেল থাকায় আগুন আরো বেশি ছড়িয়ে পুড়ে ছাই হয়ে যায় মার্কেটটি। তদন্ত সাপেক্ষে সঠিক বিচার চেয়েছেন মার্কেটের মালিক তাসদীর আহমেদ তপু।
এ ব্যপারে গণমাধ্যম কর্মীরা শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকারকে জিজ্ঞাসা করলে তিনি জানান, ঘটনার সঠিক তদন্ত করে ব্যবসায়ীদের সাথে আলোচনা করে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।