ছোটন সরদার , রাজশাহীর : শহীদ ফাদার অ্যাঞ্জেলা মার্জনীর ৫২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীর পবা উপজেলার, আন্ধারকোঠা আদিবাসী গ্রামে ৩২ দলের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। নক আউট পর্বে এই খেলাটি অনুষ্ঠিত হয়। ১৪ই আগস্ট বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্ট পরিচালনায় সভাপতিত্ব করেন জনাব এমিল বিশ্বাস। সাধারণ সম্পাদক হিসেবে টুর্নামেন্ট পরিচালনা করেন জনাব বাদল বিশ্বাস। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মিল্টন বিশ্বাস। টুর্নামেন্টে রেফ্রি হিসেবে দায়িত্ব পালন করেন, লাজারুশ বিশ্বাস,ড্যানিশ বিশ্বাস ও মিলন বিশ্বাস। লাইসম্যানের দায়িত্বে ছিলেন জনি চকলেট বিশ্বাস, সুজন বিশ্বাস, পরেশ বিশ্বাস, দিলীপ বিশ্বাস। এছাড়াও টুর্নামেন্ট পরিচালনার সহযোগিতায় ছিলেন শিশির বিশ্বাস, ডেনিশ বিশ্বাস, বার্নাঢ বিশ্বাস, চন্দন বিশ্বাস প্রমুখ। চলমান টুর্নামেন্টে বিরতির সময় সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য পরিবেশন করে আন্ধারকোঠার আদিবাসী নারীরা। টুর্নামেন্টে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন শিরোফা অর্জন করে মিয়াপুর কার্লুস স্মৃতি সংঘ। রানার্স আপ হয় মধু মাঠ স্মৃতি সংঘ। খেলাটি আন্ধারকোঠা টাইগার স্পোর্টিং ক্লাবের আয়োজন করেন।