-
- সারাদেশ
- ফরিদপুরের মধুখালী থানায় পুলিশের কার্যক্রম শুরু
- প্রকাশের সময়ঃ আগস্ট, ১৫, ২০২৪, ৭:২৮ অপরাহ্ণ
- 28 বার পড়া হয়েছে
পার্থ রায়, মধুখালী উপজেলা প্রতিনিধি : অন্যান্য থানার ন্যায় ফরিদপুরের মধুখালী থানা পুলিশের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। এরই মধ্যে থানা থেকে সুফল পাচ্ছেন উপজেলাবাসী।
১৫/৮/২৪ ইং. তারিখে বৃহস্পতিবার বেলা ১১ টায় মধুখালী থানার অফিসার ইনচার্জ মিরাজ হোসেন সাংবাদিকদের এক সাক্ষাৎকারে বলেন, দু দিন যাবত থানার সকল কার্যক্রম স্বাভাবিক হয়েছে যেকেউ যেকোনো প্রয়োজনে মধুখালী থানা থেকে তথ্য এবং অভিযোগ প্রদান করতে পারবেন। থানা পুলিশের সকল সদস্য থানায় দায়িত্বে কর্মরত রয়েছেন।
ও.সি. মিরাজ হোসেন আরো বলেন, সবাই নিশ্চিন্তে থাকুন যেকোনো প্রয়োজনে থানা পুলিশের সহায়তা নিন। থানার সকল কার্যক্রম পুরোপুরি চালু হয়েছে যেকেউ নির্ভয়ে থানা পুলিশের সহায়তা নিতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন মধুখালী প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান মন্নু, সহ সভাপতি শাহজাহান হেলাল, সাধারন সম্পাদক মেহেদী হোসেন পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মুবিন, মতিয়ার রহমান মিঞা,রমজান আলী, পার্থ রায়, সুজল খান, শেখ আব্দুল্লাহ, , মো: রাজিব হৃদয় শীলসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
এই বিভাগের আরও সংবাদ