০৪:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পাগলার চরে সাপের কামুড়ে নিহত

  • Reporter Name
  • প্রকাশের সময়ঃ ১২:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
  • ১৩৬ বার পড়া হয়েছে
মো. চঞ্চল মাহমুদ খান, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : পাবনা জেলার আমিনপুর থানার পাগলার চরে সকাল ১১টায়  বিষধর সাপের কামুড়ে আব্দুল্লাহ (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ আগষ্ট) উপজেলা আমিনপুরের পাগলার চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ঔ গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। নিহতের স্বজনরা জানান,  একটি বাক্স থেকে জামা-কাপড় ও বিভিন্ন আসবাবপত্র বের করতে বাক্সটি খুলতেই সাপ কামুড় দেয় তার হাতে। সে সময় বাক্সটি থেকে ঈঁদূর বের হতে দেখলে সে ভেবে নেয় ঈঁদূর তাকে কামুড় দিয়েছে। কিন্তু পরবর্তীতে সে আসবাবপত্র সরিয়ে দেখতে পায় একটি গোখরা সাপ। সাপ দেখে আতংকে বাড়ির সদস্যদের ডেকে তার জখমটি দেখায়। সে অবস্থায় সাপটি পালিয়ে যায়। পরে হাত বেঁধে নৌকাযোগে তাকে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী গ্রাম কল্যাণপুরে একটি ওঝার নিকট। আব্দুল্লার বাড়ি থেকে কল্যাণপুর গ্রামে পৌঁছাতে প্রায় ৩০ মিনিট সময় লাগে। সেখানে রোগীর অবস্থা আরও অবনতি হলে স্বজনরা তাকে নৌকাযোগে নিয়ে যেতে চায় শিবালয় উপজেলার উথুলী স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু কিছুদূর যেতে না যেতেই নৌকার ফ্যান ভেঙ্গে যায়। পরবর্তীতে অন্য নৌকা আসার অপেক্ষায় থেকে মানিকগঞ্জ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেয় সময় অপচয় হওয়ার ফলে আব্দুল্লাহর শরীর কালো হতে থাকে। যাত্রা পথেই আব্দুল্লাহ মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তার খালাতো ভাই মো. ইকবাল হোসেন জানান, সাপের কামুড় দেওয়া রোগীদের ওঝার কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে যেতে হবে। ঠিক সময় হাসপাতালে গেলে তার ভাই আব্দুল্লাহ বাঁচার সম্ভাবনা ছিল বলে ধারণা করেন নিহতের ভাই। তিনি সকল চরবাসীদের সচেতন থাকতে বলেছেন।
Tag :
About Author Information

জনপ্রিয়

সাভারে মেয়র প্রার্থী খোরশেদ আলমের দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

পাগলার চরে সাপের কামুড়ে নিহত

প্রকাশের সময়ঃ ১২:২২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪
মো. চঞ্চল মাহমুদ খান, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : পাবনা জেলার আমিনপুর থানার পাগলার চরে সকাল ১১টায়  বিষধর সাপের কামুড়ে আব্দুল্লাহ (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ আগষ্ট) উপজেলা আমিনপুরের পাগলার চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ ঔ গ্রামের মো. আবুল হোসেনের ছেলে। নিহতের স্বজনরা জানান,  একটি বাক্স থেকে জামা-কাপড় ও বিভিন্ন আসবাবপত্র বের করতে বাক্সটি খুলতেই সাপ কামুড় দেয় তার হাতে। সে সময় বাক্সটি থেকে ঈঁদূর বের হতে দেখলে সে ভেবে নেয় ঈঁদূর তাকে কামুড় দিয়েছে। কিন্তু পরবর্তীতে সে আসবাবপত্র সরিয়ে দেখতে পায় একটি গোখরা সাপ। সাপ দেখে আতংকে বাড়ির সদস্যদের ডেকে তার জখমটি দেখায়। সে অবস্থায় সাপটি পালিয়ে যায়। পরে হাত বেঁধে নৌকাযোগে তাকে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী গ্রাম কল্যাণপুরে একটি ওঝার নিকট। আব্দুল্লার বাড়ি থেকে কল্যাণপুর গ্রামে পৌঁছাতে প্রায় ৩০ মিনিট সময় লাগে। সেখানে রোগীর অবস্থা আরও অবনতি হলে স্বজনরা তাকে নৌকাযোগে নিয়ে যেতে চায় শিবালয় উপজেলার উথুলী স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু কিছুদূর যেতে না যেতেই নৌকার ফ্যান ভেঙ্গে যায়। পরবর্তীতে অন্য নৌকা আসার অপেক্ষায় থেকে মানিকগঞ্জ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেয় সময় অপচয় হওয়ার ফলে আব্দুল্লাহর শরীর কালো হতে থাকে। যাত্রা পথেই আব্দুল্লাহ মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তার খালাতো ভাই মো. ইকবাল হোসেন জানান, সাপের কামুড় দেওয়া রোগীদের ওঝার কাছে না গিয়ে সরাসরি হাসপাতালে নিয়ে যেতে হবে। ঠিক সময় হাসপাতালে গেলে তার ভাই আব্দুল্লাহ বাঁচার সম্ভাবনা ছিল বলে ধারণা করেন নিহতের ভাই। তিনি সকল চরবাসীদের সচেতন থাকতে বলেছেন।