নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার আশুলিয়ায় স্থানীয় জনপ্রিয় নেতা মন্তাজ উদ্দিন মেম্বার নামক এক বিএনপি নেতাকে আশুলিয়া থানায় করা একটি হত্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভুক্তভোগী বিএনপি নেতা মন্তাজ উদ্দীন মেম্বার। এর আগে গত রাতে আশুলিয়া থানায় এই হত্যা মামলাটি দায়ের করা হয়।
ভুক্তভোগী বিএনপি নেতা মন্তাজ উদ্দীন মেম্বার অভিযোগ করে বলেন, , ‘দীর্ঘদিন পর স্বৈরাচার শেখ হাসিনামুক্ত বাংলাদেশ ফিরে পেয়েছি। এটা আন্দদদায়ক খবর।’ কিন্তু বিএনপি করার কারনে এই শৈরাচারদের হাতে অনেক হামলা মামলার শিকার হয়েছি। রাতে বাসায় ঘুমাতে পারিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের সাথে আন্দোলনে যোগ দিয়ে তাদের সহযোগিতা করার কারনে গেল ২৪ জুলাই সাভার থানায় নাশকতা মামলার আসামি করে মামলা করা হয় যে মামলায় প্রধান আসামি ছিলেন ঢাকা-১৯ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাউদ্দিন বাবু। কিন্তু দুঃখের বিষয় হলো দেশ স্বাধীন হওয়ার পরেও একটি মহল যারা এখনও আ.লীগের দালালি করছে৷ তাদের যোগ সাজসে পুলিশ বাহিনী এখনো মিথ্যা মামলা দিয়ে আমার মত ত্যাগী নেতাদের হয়রানি করার চেষ্টা করে যাচ্ছে যা অত্যন্ত দুঃখের বিষয়। আমি এই সব মিথ্যা মামলার তীব্রু নিন্দা ও প্রতিবাদ জানাই।
তিনি আরও বলেন, আশুলিয়া থানায় প্রথমে যে হত্যা মামলাটি দ্বায়ের করা হয়েছিলো সেই মামলার বাদিকে নাকি চিনেই না মৃত ব্যক্তির পরিবার এমন একটি খবর আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি ইতিমধ্যে। এ ধরনের মামলা এখনো হচ্ছে থানায় এটা ভাবতে কষ্ট হচ্ছে। আমি পুলিশ বাহিনীকে বলবো এখনও সময় আছে ভালো হয়ে ভালো পথে আসুন, দেশটা বদলে যাবে, নয়তো সামনে আপনাদের আরও কঠিন পরিনতি দেখতে হবে।