আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

মানিকগঞ্জে ইছামতি নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

আব্বাসী, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : ১৯আগষ্ট
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ইছামতি নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ২০০ বছরের ঐতিহ্য নৌকাবাইচ প্রতিযোগিতা ।
দীর্ঘ ১৭ বছর বন্ধ থাকার পর রবিবার বিকেলে ঘিওর উপজেলার হেলাচিয়া এলাকায় ইছামতি নদীতে এই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়।
স্থানীয় হেলাচিয়া বাজার বণিক সমিতি এ নৌকা ভাইচের আয়োজন করে।


প্রতিযোগিতামূলক নৌকা বাইচে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খেল্লা, ঘাসি,শিবে, ময়ূরপঙ্খীসহ বিভিন্ন প্রকারের নৌকা মেলা প্রাঙ্গনে আসতে থাকে। মূল বাইচ প্রতিযোগিতা শুরু হয় বিকেলের দিকে। বাইচ শেষে বিজয়ী তিন নৌকার মাল্লাদের হাতে পুরুস্কার হিসাবের রঙিন টেলিভিশন তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম- সম্পাদক গাজী হাবিব হাসান রিন্টু। আয়োজক কমিটির সভাপতি গাজী রাকিবুল হাসান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রতন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জুয়েল মাহমুদ খানসহ স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বক্তব্য রাখেন।
আকর্ষণীয় এই নৌকাবাইচ দেখতে দূর -দূরান্ত থেকে হাজারো নারী পুরুষ মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। নৌকা বাইচকে কেন্দ্র করে কোটা এলাকা ছিল উৎসবমুখর।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ