আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

অভুক্ত ডাক বিভাগের ইডি কর্মচারী

স্টাফ রির্পোটার (মানিকগঞ্জ) : ডাক বিভাগ নিয়ে কিছু লিখতে গেলেই কবি সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত “রানার” কবিতার ক’টি পঙক্তি দিয়েই শুরু করতে হয়-
রানার!গ্রামের রানার!
সময় হয়েছে নতুন খবর আনার;
শপথের চিঠি নিয়ে চলো আজ
ভীরুতা পিছনে ফেলে-
পৌছে দাও এ নতুন খবর,
অগ্রগতির মেলে;
দেখা দেবে বুঝি প্রভাত এখনি-
নেই,দেরি নেই আর,
ছুটে চলো,ছুটে চলো আরো বেগে
দুর্দম হে রানার।
বাংলাদেশ ডাক বিভাগের মোট ডাকঘরের সংখ্যা ৯৮৮৬ টি যার মধ্যে ০৪ টি জিপিও,এ গ্রেড প্রধান ডাকঘরের সংখ্যা ২১ টি,বি গ্রেড ডাকঘরের সংখ্যা ৪৬ টি,উপজেলা ডাকঘরের সংখ্যা ৪০০ টি,সাব পোস্ট অফিসের সংখ্যা ১২৬৭ টি,ব্রাঞ্চ পোস্ট অফিসের সংখ্যা ৮১৪৮ টি।কর্মকর্তা কর্মচারীর সংখ্যা প্রায় চল্লিশ হাজার।
ডিপার্টমেন্টাল কর্মকর্তা কর্মচারীদের সংখ্যা প্রায় সতেরো হাজার এক্সট্রা ডিপার্টমেন্টাল(ইডি) কর্মচারীদের সংখ্যা প্রায় তেইশ হাজার।সতেরো হাজার কর্মকর্তা কর্মচারী রাষ্ট্রীয় সকল সুবিধা ভোগ করলেও ডাক বিভাগের বৈষম্যের আয়না ঘরে জনম জনম জেল বন্দি তেইশ হাজার এক্সট্রা ডিপার্টমেন্টাল(ইডি)কর্মচারী।প্রায় প্রতিটি ডাকঘরেই এক্সট্রা ডিপার্টমেন্টাল(ইডি) কর্মচারী ডাক সেবার বিভিন্ন পর্যায়ে দ্বায়িত্ব পালন করছেন।ইতিহাস ও ঐতিহ্যের সাথে মিশে আছে বাংলাদেশ ডাক বিভাগ।সরজমিনে মানিকগঞ্জ প্রধান ডাকঘরের হিসাবাধিন তেওতা পোস্ট অফিসের ইডি সাব পোস্ট মাস্টার মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান ১২৬৭ টি সাব পোস্ট অফিসের মধ্যে ৩২২ টি ও ব্রাঞ্চ পোস্ট অফিসে সবগুলো পোস্ট অফিসে নিয়োজিত কর্মচারীদের বৈষম্যের ভয়াবহ  অবস্থা।ইডি সাব পোস্ট মাস্টার মাসিক সর্বসাকুল্যে  ৫৮৪১ টাকা,ইডি ব্রাঞ্চ পোস্ট মাস্টার ৪৪৬০ টাকা ইডি পোস্টম্যান ৪৩৫৪ টাকা ইডি রানার ৪১৭৭ টাকা সহ ইডি নাইট গার্ড ইডি পাম্প অপারেটর ইডি ঝাড়ুদার সহ অন্যান্য ইডি কর্মচারী মাসিক ৪০০০ টাকা পেয়ে থাকেন।তিনি কান্না জড়িত কন্ঠে জানান দ্রব্যমূল্যের উর্ধগতির বাজারে এই সামান্য টাকায় তারা অমানবিক জীবন যাপন করছেন।তিনি আরও জানান বিভাগীয় একজন সাব পোস্ট মাস্টার ১৪ গ্রেড,পোস্টাল অপারেটর ১৫ গ্রেড, পোস্টম্যান ১৭ গ্রেড সহ অন্যান্য কর্মচারী ২০ গ্রেডের কর্মচারী হিসেবে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করছেন।একই কাজ করে তারা চড়ম ভাবে বৈষম্যের স্বীকার।তিনি আরও জানান ডাক দ্রবাদি ইস্যু ও বিলিতে বর্তমানে প্রযুক্তির ব্যবহার যুক্ত হলেও তাদের পেটে নেই আহার,লজ্জা ডাকতে হয় বিধায় ছেড়া তালির পোশাক আজও আমাদের গায়ে।বিগত দিনে আমাদের অনেক আশ্বস্ত করা হয়েছে।নিরুপায় হয়ে ২০১৬ সালে জাতীয় করনের জন্য অনিদৃষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দেয় তেইশ হাজার এক্সট্রা ডিপার্টমেন্ট(ইডি)কর্মচারী।
সরকারের তরফ থেকে মৌখিকভাবে দাবী মেনে নেওয়ায় কর্মচারীদের পক্ষ থেকে ধর্মঘট প্রত্যাহার করা হলেও পরবর্তীতে আমাদের সাথে প্রতারণা করা হয়।
এরপর বিভিন্ন সময় আমরা ডিজি,সচিব সহ মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করে প্রতিকার চাইলেও বিভিন্ন সময়ে মিথ্যে আশা ভরসার নামে প্রতারণা করা হয়েছে।দেশের মানুষের প্রায় আশি ভাগ ডাক সেবা যাদের মাধ্যমে পরিচালিত হয় আজও তারা ক্রিতদাস হয়ে ডাক বিভাগের আয়না ঘরে জনম জনমের বন্দী।কেও বিয়েও করতে পারেনি, যারা বিয়ে করেছে তাদের পরিবারে অশান্তি,যাদের সন্তান রয়েছে তাদের অন্ন,বস্ত্র,শিক্ষা, চিকিৎসা বঞ্চিত। অনেকেই জায়গা সম্পত্তি বিক্রি করে নি:স্ব।চিকিৎসা বিনে বাবা-মায়ের করুন মৃত্যু দেখছে হরহামেশাই।কাফন দাফনের জন্য ছাত্ররা এগিয়ে এসে সাহায্য চেয়ে শেষ বিদায় জানায় আমাদের।
বৈষম্যে ও অমানবিকতার চুরান্ত পর্যায়ে ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্ট(ইডি) কর্মচারী।দোকানদার আমাদের দেখলেই বিরক্ত হন।আমরা ডাক বিভাগের কর্মচারী!বৈষম্য নিয়ে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফার আন্দোলনে রক্ত ঝরানো হাজারো শহীদের আত্নদানে নতুন স্বাধীনতা নতুন বাংলাদেশ।
নির্যাতনে আয়নাঘর দেখা, ছাত্র থেকে সরকারে দেশের গর্বিত সন্তান আজ অন্তবর্তী কালিন সরকারের সম্মানিত উপদেষ্টা,দায়িত্ব পেয়েছেন  ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে। আমরা উচ্ছ্বসিত,আনন্দিত, কৃতজ্ঞ বৈষম্যের বিরুদ্ধে লড়ে যাওয়া বীর জনাব,নাহিদ ইসলাম  মহোদয় সম্মানিত উপদেষ্টা আমাদের অভিভাবক।
মৌলিক অধিকার বঞ্চিত এক্সট্রা ডিপার্টমেন্ট (ইডি) কর্মচারীদের পরাধীন অন্ধকার জীবন থেকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার জোর দাবি সহ শহীদ আবু সাইদ,শহীদ মীর মুগ্ধ সহ সকল শহীদদের দ্রুত বিচার দাবি করেন তিনি।
উপস্থিত বেশ কিছু সেবা গ্রহিতা বলেন ঐতিহাসিক প্রতিষ্ঠান হিসেবে ডাক বিভাগের গুরুত্ব অপরিসীম।বর্তমান বাজার মূল্য বিবেচনা করে ইডি কর্মচারীদের  যৌক্তিক দাবি মেনে নেওয়ায় জন্য অন্তবর্তী কালিন সরকারের ডাক,টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা জনাব, নাহিদ ইসলাম মহোদয়ের সু দৃষ্টি কামনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ