আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

মানিকগঞ্জে যুবদলের দুই নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার, (মানিকগঞ্জ)  :  মানিকগঞ্জে যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।   জমি ও দোকান দখলসহ দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে যুবদলের এই দুই নেতাকে বহিষ্কার করা হয়।
বহিষ্ককৃত দুজন হলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুজাউদ্দিন বুলবুল ও শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির।
মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এম এন ইসলাম সোহেলের স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে তাদের সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তিদের অপকর্মের কোনো দায় দায়িত্ব দল নেবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়। জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু
বলেন, বহিষ্কৃত যুবদলের দুই নেতার বিরুদ্ধে শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকায় এক ব্যক্তির জায়গা ও দোকান দখল করার অভিযোগ পাওয়া গেছে।তিনি বলেন, ভুক্তভোগী ওই ব্যক্তি এ বিষয়ে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের কাছে লিখিত অভিযোগ করেন। বিষয়টি যুবদলের কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হলে তারা এ পদক্ষেপ নেন।
বহিষ্কৃত যুবদলের নেতা সুজাউদ্দিন বুলবুল অভিযোগ অস্বীকার করেন , তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে জানান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ