-
- সারাদেশ
- রাজনীতি করতে হলে মাঠে আসতে হবে আন্দোলনে শরিক হতে হবে –বিএনপি নেতা আলিম
- প্রকাশের সময়ঃ আগস্ট, ২১, ২০২৪, ৫:১২ অপরাহ্ণ
- 139 বার পড়া হয়েছে
আব্বাসী, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের পুটাইল ইউনিয়ন বিএনপি’র নেতা আব্দুল আলিম বলেছেন, ঘরে বসে কোন রাজনীতি চলবে না। রাজনীতি করতে হলে মাঠে আসতে হবে আন্দোলনে শরিক হতে হবে। আমরা এখন সুদিনের পথে। সামনে আমাদের জাতীয় নির্বাচন। আমাদের ভোটের প্রয়োজন, তাই দলীয় শৃঙ্খলা না ভেঙ্গে সকলের সাথে সোহার্দ্য ভাব রেখে একসাথে কাজ করতে হবে। রাতের ভোট আমরা আর চাই না। জনগণ যদি আমাদেরকে ভোট দেয়,তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যাবে। ভোট না দিলে আমরা বিরোধী দলেই থাকবো আমাদের কোন আপত্তি নেই। কিন্তু রাতের অন্ধকারে আর কোন ভোট করতে দেয়া হবে না – হবে না।
বুধবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুর রহমান মহিদসহ সকল ইউপি সদস্যদের
পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে ইউপি প্রাঙ্গনে এক সমাবেশে বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য আব্দুল আলিম এসব কথা বলেন।
পুটাইল ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে আব্দুল আলিম বলেন, চেয়ারম্যান এবং সকল সদস্যরা যদি এই মুহূর্তে পদত্যাগ না করেন তাহলে আমরা আপনাদেরকে টেনে হেছরে পরিষদ থেকে বের করে দেব। টাকাদিয়ে নৌকার টিকেট কিনে রাতের অন্ধকারে নিজেরা সিল মেরে চেয়ারম্যান হয়েছেন। আমরা আমাদের ভোট দিতে পারিনাই। তাই যারা এতদিন আওয়ামী লীগ করেছেন এখন তারা সাবধান হয়ে যান। পুটাইল ইউনিয়নে কোন আওয়ামী লীগ থাকবে না। কেউ যদি করার চেষ্টা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে প্রতিহত করবে। এ সময় তিনি আরো বলেন আমরা যার দিকনির্দেশনায় মানিকগঞ্জে রাজনীতি করি তিনি হচ্ছেন জেলা বিএনপির সভাপতি আমাদের মমতাময়ী মা আফরোজা খান রিতা। আগামীতেও আমরা তার দিক নির্দেশনায় রাজনীতি করবো।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবু তাহের মিঠু বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে আমরা কথা বলতে পারি নাই। আমাদের পোস্টার লাগাতে দেয়নাই। পোস্টার লাগাতে গেলে আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে নির্যাতনের
শিকার হতে হয়েছে। আমাকে বিভিন্নভাবে ১৭/১৮ টা মিথ্যা মামলা দিয়ে দৌড়ের উপরে রেখেছে। তাই আওয়ামী লীগের পাণ্ডাদের যেকোন মূল্যে প্রতিহত করতে হবে।
পুটাইল ইউনিয়নে আরকোন আওয়ামী লীগীগের অস্তিত্ব থাকবে না। কেউ যদি করার চেষ্টা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে প্রতিহত করবে। আমরা এই সকল সন্ত্রাসীদের আর দেখতে চাই না। অবিলম্বে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় এনে স্বৈরাচারী আওয়ামীলীগ দলটাকে নিষিদ্ধ করা হোক।
এ সময় ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুর রহমান বাবুল, বাবুল হোসেন বালামসহ বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও সংবাদ