আজ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং

রাজধানীর আরও ১৫ থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানী ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১৫ থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

১৫ থানায় নতুন ওসিরা হলেন- তুরাগ থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম, শাহবাগ থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শহীদ, নিউমার্কেট থানার ওসি মো. সাজ্জাদ হোসেন, সূত্রাপুর থানার ওসি মো. মহসিন হোসাইন, বংশাল থানার ওসি আতিকুর রহমান, লালবাগ থানার ওসি কাশৈনু, রামপুরা থানার ওসি মোহাম্মদ আতাউর রহমান আকন্দ, মুগদা থানার ওসি সোহবাব মিয়া, কদমতলী থানার ওসি মো. মফিজুর রহমান, যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম, শ্যামপুর থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম, শাহআলী থানার ওসি একেএম মামুনুর রশিদ, দারুস সালাম থানার ওসি রাকিব উল হোসেন, আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া ও মোহাম্মদপুর থানার ওসি মোহাম্মাদ গোলাম মোস্তফা।

এর আগে ২০ ও ২১ আগস্ট পুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে ১৩ থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ