প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ১২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৩, ২০২৪, ৭:২৭ পি.এম
মানিকগঞ্জে যুবদল নেতা সুমন বহিষ্কার

আব্বাসী, স্টাফ রিপোর্টার (মানিকগঞ্জ) : মানিকগঞ্জে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের যুবদলের নেতা সুমন আহমেদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ জাতীয়তাবাদী যুবদলের সদর উপজেলা কমিটির আহ্বায়ক সাইফুল হকের স্বাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
এর আগে ১৯ আগস্ট প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন যুবদলের মানিকগঞ্জ সদর উপজেলা আহবায়ক সাইফুল হক।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সুমন আহমেদকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ব্যক্তির অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সকল পর্যায়ের নেতা-কর্মীকে তাঁদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুক। প্রকাশক কর্তৃক বি,এস প্রিন্টিং প্রেস, ৫২/২ টয়েনবী সার্কুলার রোড , ঢাকা- ১২০৩ থেকে মুদ্রিত ও ২ আর কে মিশন রোড (৫ম তলা) থেকে প্রকাশিত।
© All rights reserved © 2017 Alokito Kantho